This site is best viewed using the updated version of Mozilla Firefox


"place-before" Option in MikroTik CLI

প্রশ্নঃ "place-before" মাইক্রোটিকের এর একটি অপশন।
"Used for places a new item before an existing item with specified position"
এটির কাজ কি? এবং এই অপশনটি মাইক্রোটিকের এর Graphical Interface (WinBox) এ কোথায় আছে?

উত্তরঃ আমরা মাইক্রোটিকে গ্র্যাফিক্যাল মুডে (WinBox এ) কোন রুলকে (যেমনঃ Queue, Filter রুল, NAT রুল) আগে-পরে করার জন্য মাউস দিয়ে ড্র্যাগ করে প্রয়োজন মতো ছেড়ে দিই। এই কাজটিই কমান্ড মুডে করার জন্য কোন কমান্ডের সাথে place-before অপশনটি ব্যবহার করতে হয়, যেহেতু কমান্ড মুডে ড্যাগ এন্ড ড্রপ করা যায় না।

ধরি, আমাদের মাইক্রোটিকে তিনটি Filter রুল আছে।

[admin@MikroTik] > ip firewall filter print 
0 chain=forward action=accept src-address=1.1.1.1 
1 chain=forward action=accept src-address=2.2.2.2 
2 chain=forward action=accept src-address=3.3.3.3

এখন আমরা যদি কোন নতুন রুল এ্যাড করতে চাই এবং এই রুলটিকে যদি বর্তমান রুল ০ ও ১ এর মাঝে রাখতে চাই তাহলে কমান্ডের সাথে place-before=1 যোগ করতে হবে।

/ip firewall filter add chain=forward src-address=4.4.4.4 action=accept place-before=1

এখানে, place-before=1 দ্বারা মাইক্রোটিককে বলা হলো যে, তুমি এই রুলটি বর্তমান ১নং রুল এর আগে সেট করো।

এখন যদি আমরা রুলগুলো আবার দেখি....

[admin@MikroTik] > ip firewall filter print 
0 chain=forward action=accept src-address=1.1.1.1 
1 chain=forward action=accept src-address=4.4.4.4 
2 chain=forward action=accept src-address=2.2.2.2 
3 chain=forward action=accept src-address=3.3.3.3

বিঃ দ্রঃ কমান্ড মুডে যখনই এই place-before অপশনটি ব্যবহার করার প্রয়োজন হবে তখন কমান্ডের সাথে place-before অপশনটি প্রয়োগ করার আগে প্রথমেই বর্তমান রুলগুলো print কমান্ডের মাধ্যমে প্রিন্ট করে দেখে নেয়া বাঞ্ছনীয়। তা না হলে মাইক্রোটিক নতুন রুলটিকে সঠিক জায়গায় বসাতে পারবে না।

সর্বশেষে, place-before অপশনটি মাইক্রোটিকের এর Graphical Interface (WinBox) এ কোথাও নেই। WinBox এ এই কাজটি মাউসের মাধ্যমে ড্যাগ এন্ড ড্রপ করে খুব সহজেই করা যায়। একারণেই আমাদের মতো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের কাছে WinBox হলো আশ্বীর্বাদ স্বরূপ।

আশাকরি এই টিউটোরিয়ালটি দেখে আপনারা মাইক্রোটিক রাউটারের "place-before" অপশন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন। ধন্যবাদ সবাইকে।



   




এই টিউটোরিয়াল সাইটের যেকোন টিউটোরিয়ালে যেকোন ধরণের ভূল-ভ্রান্তি যদি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন, আমি ভূল সংশোধন করে নিব। এই টিউটোরিয়াল সাইটটি যেহেতু আমি একক প্রচেষ্ঠায় পরিচালনা করছি, তাই ভূল-ভ্রান্তি হতে পারে। এজন্য আপনাদের সহায়তা কামনা করছি। যেকোন কিছু নোটিশ করার জন্য আমাকে ই-মেইল করতে পারেন। আমার ই-মেইল আই.ডি হলো mail.naserbd@yahoo.com । এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ পেজেও পোষ্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ পেজের লিংকটি হলো mn-LAB

আপনাদের সহযোগীতার জন্য সবাইকে অগ্রীম ধন্যবাদ।