আজ আমি একটু আলাদা ধরণের NAT কনসেপ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তা হলো Hairpin NAT (হেয়ারপিন হলো মেয়েদের চুলের কাঁটা)। প্রথমেই বলে রাখছি, একটি নব্য আবিষ্কৃত কোন কিছু নয়। অনেকেই হয়তোবা এর সাথে পরিচিত আছেন এবং জেনে হোক বা না জেনে হোক অল্প-বিস্তর কনফিগারও করেছেন। আমার এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হলো, NAT তথা Dst-NAT ও Hairpin NAT কে একটু ভালভাবে বুঝা এবং NAT এর সময় প্যাকেট এ্যানক্যাপসুলেশন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া। তো শুরু করা যাক.......বিস্তারিত