This site is best viewed using the updated version of Mozilla Firefox


বেসিক মাইক্রোটিক টিউটোরিয়ালসমূহ

মাইক্রোটিক – ১ : PC Based MikroTik Router OS Installation

আমরা যেহেতু MikroTik এর Free Version ব্যবহার করছি তাই এখানে দেখাচ্ছে যে, আমাদের রাউটারটি সর্বোচ্চ ২৪ ঘন্টা কাজ করবে। অর্থাৎ ২৪ ঘন্টা কাজ করার পর রাউটারটিতে আর কাজ করা যাবে না। সেক্ষেত্রে নতুন করে আবার ইন্সটল করে নিতে হবে। যারা MikroTik এর Licensed Version ব্যবহার করেন......বিস্তারিত

মাইক্রোটিক – ২ : Initial configuration with NAT

আমরা দেখবো একটি মাইক্রেটিক রাউটারের কোন ইন্টারফেসে কিভাবে আই.পি বসাতে হয়, কিভাবে গেটওয়ে ও ডি.এন.এস সেট করতে হয় এবং কিভাবে NAT কনফিগার করতে হয়। নিচের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করুন। কারণ এই টপোলজি অনুসারেই আমরা আমাদের কনফিগারেশনগুলো সম্পন্ন করবো।......বিস্তারিত

মাইক্রোটিক – ৩ : ARP List and IP Restriction/MAC Bindings

আজকের টিউটোরিয়ালে মাইক্রোটিক রাউটারের একটি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ফিচার সম্পর্কে আলোচনা করবো। ফিচারটি হলো মাইক্রোটিক রাউটারের মাধ্যমে IP Restriction ও MAC Bindings । MAC Bindings বলতে বুঝায় কোন একটি কম্পিউটারকে একটি Fixed IP নির্ধারণ করে দেওয়া। অর্থাৎ ঐ কম্পিউটারের......বিস্তারিত

মাইক্রোটিক – ৪ : Configuring DHCP Server

DHCP Server সম্পর্কে আমরা কম-বেশি সবাই জানি। DHCP Server হলো এমন একটি সার্ভার যার মাধ্যমে ল্যান এর বিভিন্ন কম্পিউটার সমূহে ডাইনামিকভাবে আই.পি বসানো হয়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে একটি মাইক্রোটিক রাউটারের DHCP Server কনফিগার করতে হয়।......বিস্তারিত

মাইক্রোটিক – ৫ : "place-before" Option in MikroTik CLI

আমরা মাইক্রোটিকে গ্র্যাফিক্যাল মুডে (WinBox এ) কোন রুলকে (যেমনঃ Queue, Filter রুল, NAT রুল) আগে-পরে করার জন্য মাউস দিয়ে ড্র্যাগ করে প্রয়োজন মতো ছেড়ে দিই। এই কাজটিই কমান্ড মুডে করার জন্য কোন কমান্ডের সাথে place-before অপশনটি ব্যবহার করতে হয়।......বিস্তারিত


আরো টিউটোরিয়াল আসছে শীঘ্রই.......






এই টিউটোরিয়াল সাইটের যেকোন টিউটোরিয়ালে যেকোন ধরণের ভূল-ভ্রান্তি যদি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন, আমি ভূল সংশোধন করে নিব। এই টিউটোরিয়াল সাইটটি যেহেতু আমি একক প্রচেষ্ঠায় পরিচালনা করছি, তাই ভূল-ভ্রান্তি হতে পারে। এজন্য আপনাদের সহায়তা কামনা করছি। যেকোন কিছু নোটিশ করার জন্য আমাকে ই-মেইল করতে পারেন। আমার ই-মেইল আই.ডি হলো mail.naserbd@yahoo.com । এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ পেজেও পোষ্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ পেজের লিংকটি হলো mn-LAB

আপনাদের সহযোগীতার জন্য সবাইকে অগ্রীম ধন্যবাদ।