বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি মোঃ আব্দুল্লাহ্ আল নাসের, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম, আস-সালামু-আলাইকুম। আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিন এর নিকট যিনি এই রকম একটি উদ্যোগ নিতে আমাকে তওফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই টিউটোরিয়াল সাইটটি করার জন্য যাদের দ্বারা অনুপ্রানিত হয়েছি তাদেরকেও জানাই ধন্যবাদ।
আসলে এই টিউটোরিয়াল সাইটটিতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়গুলোর মাধ্যমে একজন আই.টি প্রফেশনাল বিশেষ করে নেটওয়ার্ক ও সিস্টেম এ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা কাজ করছেন বা কাজ করতে আগ্রহী তারা উপকৃত হতে পারেন। আমি খুব বেশি জানি না, কিন্তু যতটুকুই জানি চেষ্টা করবো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য।
এই টিউটোরিয়াল সাইটটিতে আমি নেটওয়ার্ক ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করবো। এগুলো হলো Cisco Networking (Routing, Switching and Security), Red Hat Linux System Administration, এবং MikroTik Router Configuration । বর্তমান বাজারে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটরকে আরো অন্যান্য অনেক বিষয়ের সাথে এইগুলো নিয়েও কাজ করতে হয়। আমি বিষয়গুলো নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা হয়ত করতে পারবো না। সেজন্য যারা বিষয়গুলো নিয়ে একেবারেই জানেন না তারা হয়তো খুব বেশি বুঝবেন না। কিন্তু যারা বিষয়গুলো নিয়ে কিছুটা হলেও জানেন তারা এই টিউটোরিয়াল সাইটটি থেকে উপকৃত হতে পারবেন। তবে আমার ইচ্ছা থাকবে ভালোভাবেই বিষয়গুলো উপস্থাপন করার, বাকিটা আল্লাহর ইচ্ছা।
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শসমূহ এই সাইটটির Feedback পেজ এ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।