This site is best viewed using the updated version of Mozilla Firefox


রেড হ্যাট লিনাক্স : NX Server Configuration

আমরা গত একটি টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে SSH সার্ভিস ইন্সটল করতে হয় এবং এর মাধ্যমে কিভাবে একটি লিনাক্স মেশিন থেকে আরেকটি লিনাক্স মেশিনে রিমোট লগইন করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমরা SSH এর আরো কিছু ব্যবহার দেখবো। গত SSH এর টিউটোরিয়ালে আমরা যে রিমোট এ্যাকসেস দেখেছিলাম তা ছিল Text Mode এ। অর্থাৎ আমরা গ্রাফিক্যালি রিমোট লগিন করতে পারতাম না। আজকে দেখবো কিভাবে SSH এর মাধ্যমে গ্রাফিক্যালি লগইন করতে হয়। এজন্য আমাদেরকে SSH সার্ভিস ইন্সটল করার পর NX Server ইন্সটল করতে হবে। NX Server হলো এমন একটি সার্ভার যা SSH প্রটোকলের মাধ্যমে একটি লিনাক্স মেশিন থেকে আরেকটি লিনাক্স মেশিনে গ্রাফিক্যালি রিমোট লগইন করতে সহায়তা করে। এজন্য আমাদেরকে প্রথমে NX Server এর RPM প্যাকেজগুলো ডাউনলোড করে নিতে হবে।

NX Server এর তিনটি প্যাকেজ আছে, এগুলো হলঃ ১। NX Client ২। NX Node এবং ৩। NX Server

আপনারা http://www.nomachine.com/download.php এই এ্যাড্রেস থেকে NX এর Free Edition এর RPM প্যাকেজ তিনটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা শেষ হলে সেগুলো লিনাক্সের সার্ভার ও ক্লায়েন্ট উভয় মেশিনের যেকোন ডাইরেক্টরীতে কপি করতে হবে। কপি করা শেষ হলে আমরা সার্ভার মেশিনে তিনটি প্যাকেজ ইন্সটল করবো। এবং ক্লায়েন্ট মেশিনে শুধুমাত্র NX Client প্যাকেজটি ইন্সটল করবো।

Install all the packages on server machine

# rpm -ivh nxclient-3.5.0-7.x86_64.rpm
# rpm -ivh nxnode-3.5.0-9.x86_64.rpm
# rpm -ivh nxserver-3.5.0-11.x86_64.rpm

Install NX Client package on client machine

# rpm -ivh nxclient-3.5.0-7.x86_64.rpm

প্যাকেজ ইন্সটলেশন শেষ হলে আমরা সার্ভার মেশিনে nxserver সার্ভিসটি স্টার্ট করবো।
# /usr/NX/bin/nxserver --start

অতঃপর সার্ভার মেশিনে একটি ইউজার তৈরী করবো, যে ইউজারের মাধ্যমে আমরা রিমোট লগইন করবো। এবং সে ইউজারটিকে NX Server এর ইউজার হিসেবে ডিক্লেয়ার করবো।
# useradd nxclient
# passwd nxclient
# /usr/NX/bin/nxserver --useradd nxclient

আমাদের সার্ভার প্রান্তের কনফিগারেশন শেষ। অতঃপর ক্লায়েন্ট মেশিন থেকে নিচের কমান্ডের মাধ্যমে সার্ভার মেশিনে গ্রাফিক্যালি রিমোট লগইন করবো।
# /usr/NX/bin/nxclient

কমান্ডটি দেওয়ার পর আমাদেরকে নিচের মতো করে ইনিশিয়াল কনফিগারেশনগুলো শেষ করে NX Server এ কানেক্ট করতে হবে।

কানেক্ট হওয়ার পর লক্ষ্য করুন, আমাদের ক্লায়েন্ট মেশিনে NX Server এর রিমোট স্ক্রীন চলে এসেছে।

যদি আমরা চাই যে NX Server টি তে আমরা Windows মেশিন থেকে রিমোট লগইন করবো তাহলে http://www.nomachine.com/download.php এই এ্যাড্রেস থেকে NX এর Windows Client সফটওয়্যারটি ডাউনলোড করে নেব এবং তা ইন্সটল করবো। ইন্সটল করার পর আমরা প্রোগ্রামটি রান করবো এবং এর সাহায্যে একইভাবে NX Server এ কানেক্ট করবো। কানেক্ট হওয়ার পর লক্ষ্য করুন, আমাদের Windows মেশিনে NX Server এর রিমোট স্ক্রীন চলে এসেছে।

আশাকরি এই টিউটোরিয়ালটি দেখে আপনারা নিজে নিজেই এখন NX Server কনফিগার করতে পারবেন। আল্লাহ হাফেজ।


   




এই টিউটোরিয়াল সাইটের যেকোন টিউটোরিয়ালে যেকোন ধরণের ভূল-ভ্রান্তি যদি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন, আমি ভূল সংশোধন করে নিব। এই টিউটোরিয়াল সাইটটি যেহেতু আমি একক প্রচেষ্ঠায় পরিচালনা করছি, তাই ভূল-ভ্রান্তি হতে পারে। এজন্য আপনাদের সহায়তা কামনা করছি। যেকোন কিছু নোটিশ করার জন্য আমাকে ই-মেইল করতে পারেন। আমার ই-মেইল আই.ডি হলো mail.naserbd@yahoo.com । এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ পেজেও পোষ্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ পেজের লিংকটি হলো mn-LAB

আপনাদের সহযোগীতার জন্য সবাইকে অগ্রীম ধন্যবাদ।