DHCP Server সম্পর্কে আমরা কম-বেশি সবাই জানি। DHCP Server হলো এমন একটি সার্ভার যার মাধ্যমে ল্যান এর বিভিন্ন কম্পিউটার সমূহে ডাইনামিকভাবে আই.পি বসানো হয়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে একটি মাইক্রোটিক রাউটারের DHCP Server কনফিগার করতে হয়।
নিচের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করুন। কারণ এই টপোলজি অনুসারেই আমরা আমাদের কনফিগারেশনগুলো সম্পন্ন করবো।
প্রথমে আমরা IP থেকে DHCP Server এ ক্লিক করবো।
(1) IP (2) DHCP Server
তারপর DHCP ট্যাব থেকে DHCP Setup এ ক্লিক করবো।
(3) DHCP (4) DHCP Setup
এখন আমরা DHCP Server Interface হিসেবে ether1 কে সিলেক্ট করে Next বাটনে ক্লিক করবো।
(5) DHCP Server Interface: ether1 (6) Next
এখন আমরা DHCP Address Space এ ল্যান এর নেটওয়ার্কটিকে CIDR Notation সহ এন্ট্রি দিব এবং Next বাটনে ক্লিক করবো।
(7) DHCP Address Space: 192.168.1.0/24 (8) Next
এখন আমরা DHCP নেটওয়ার্কের গেটওয়ে হিসেবে 192.168.1.1 আই.পি টি কে এন্ট্রি দিব যা ল্যান এর সকল DHCP Client কম্পিউটারসমূহের জন্য ডিফল্ট গেটওয়ে হিসেবে কাজ করবে।
(9) Gateway for DHCP Network: 192.168.1.1 (10) Next
আমরা DHCP Relay আই.পি বসিয়ে Next বাটনে ক্লিক করবো।
(11) DHCP Relay: 192.168.1.1 (12) Next
DHCP Pool এর জন্য আমরা 192.168.1.21 থেকে 192.168.1.50 পর্যন্ত একটি এ্যাড্রেস রেঞ্জ সিলেক্ট করে দিব। এর ফলে ল্যান এর কম্পিউটার সমূহ 192.168.1.21 থেকে 192.168.1.50 এর মধ্যে যেকোন আই.পি ডাইনামিভাবে পাবে।
(13) Address to Give Out: 192.168.1.21-192.168.1.50 (14) Next
এখন আমরা এ্যাড্রেস পুল এর সাথে একটি DNS Server এর আই.পি যোগ করবো যা প্রতিটি ক্লায়েন্ট কম্পিউটার DNS রিসল্ভের জন্য ব্যবহার করবে।
(15) DNS Servers: 8.8.8.8 (16) Next
অতঃপর আমরা DHCP এর Lease Time নির্ধারণ করে দিব। এখানে Lease Time হিসেবে 3d 00:00:00 নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হলো DHCP Server প্রতি ৩ দিন ০ ঘন্টা ০ মিনিট ০ সেকেন্ড অন্তর অন্তর ক্লায়েন্ট কম্পিউটার সমূহে নতুন করে আই.পি এ্যালোকেট (IP Renew) করবে।
(17) Lease Time: 3d 00:00:00 (18) Next
সবশেষে আমরা OK বাটনে ক্লিক করবো।
(19) OK
আমাদের DHCP Server টি ঠিকভাবে কনফিগার করা সম্পন্ন হয়েছে কিনা তা ভেরিফাই করার জন্য আমরা ল্যান এর যে কোন একটি মেশিনের NIC এ DHCP অপশন এনাবল করবো। যদি আমাদের সার্ভার কনফিগারেশন ও নেটওয়ার্কের ফিজিক্যাল কানেক্টিভিটি ঠিক থাকে তাহলে উক্ত মেশিনটিতে সার্ভার হতে ডাইনামিকভাবে একটি আই.পি পাওয়া যাবে।
রাউটারে যদি আগে থেকে কোন DHCP Server কনফিগার করা না থাকে তাহলে প্রথমবার কনফিগারেশনের পর dhcp_pool1 নামে একটি এ্যাড্রেস পুল তৈরী হয়। এই এ্যাড্রেস পুল দেখার জন্যঃ
(1) IP (2) Pool
এখান থেকে প্রয়োজনে নতুন পুল তৈরী করা যায়।
DHCP Server থেকে কোন কম্পিউটারে আই.পি এ্যালোকেট করা হলে তার তথ্য সার্ভার থেকে দেখা যায়। এজন্যঃ
(1) IP (2) DHCP Server (3) Lease
এখানে এই সার্ভারে হতে কোন আই.পি এ্যাড্রেস কোন কম্পিউটারে এ্যালোকেট করা হয়েছে তার একটি তালিকা পাওয়া যাবে। তালিকাতে লক্ষ্য করলে দেখা যাবে যে, প্রতিটি লাইনের প্রথমে একটি D চিহ্ন রয়েছে। এর অর্থ হলো এটি একটি ডাইনামিক লীজ। এখানে উল্লেখিত লীজ টাইম ৩ দিন পার হওয়ার পর উক্ত কম্পিউটারে নতুন করে আই.পি এ্যালোকেট করা হবে। এক্ষেত্রে বর্তমান আই.পি টি দেওয়া হতে পারে আবার অন্য কোন নতুন আই.পি ও দেওয়া হতে পারে।
আমরা যদি চাই কোন একটি কম্পিউটারে সব সময় একটি নির্দিষ্ট আই.পি এ্যাড্রেস এ্যালোকেট করা হোক, তাহলে আমরা এই লীজটিকে Static করে দিব। বজেন্য তালিকা হকে কাঙ্খিত লীজটি সিলেক্ট করে Make Static অপশনে ক্লিক করবো। কোন লীজকে যদি Static করা হয় তাহলে তালিকার প্রথমে আর D চিহ্নটি থাকবে না।
আশাকরি এই টিউটোরিয়ালটি দেখে আপনারা মাইক্রোটিক রাউটারে DHCP Server কনফিগার করতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে।