FTP এর পূর্ণরূপ হলো File Transfer Protocol । FTP এর মাধ্যমে কোন নেটওয়ার্কের একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ফাইল আদান-প্রদান করা হয়।
প্রথমেই আমরা FTP Server এর কিছূ বিষয় জেনে নিই।
প্যাকেজের নামঃ vsftpd পোর্ট নম্বরঃ 20 ও 21 Daemon/ডি’মনঃ vsftpd কনফিগারেশন ফাইলঃ /etc/vsftpd/vsftpd.conf
যেকোন লিনাক্স মেশিনে যদি vsftpd প্যাকেজটি ইন্সটল করা না থাকে তাহলে প্রথমেই তা ইনসটল করে নিতে হবে। এজন্য আমরা # yum install vsftpd* -y কমান্ডটি টার্মিনালে দিব। লক্ষ্য করুন, আমরা প্যাকেজটি ইন্সটল করছি Yum এর মাধ্যমে, এজন্য আমাদেরকে আগে অবশ্যই Yum কনফিগার করে নিতে হবে। Yum Server কনফিগার করার জন্য এই সাইটে একটি টিউটোরিয়াল দেওয়া আছে।
vsftpd প্যাকেজটি ইন্সটল করার পর আমরা vsftpd সার্ভিসটি রিষ্টার্ট দিব।
# service vsftpd restart # chkconfig vsftpd on
এতে করে আমাদের FTP সার্ভার কনফিগার করা হয়ে গেল। এখন আমরা চাইলে নেটওয়ার্কের অন্য একটি কম্পিউটার থেকে দেখতে পারি, যে মেশিন/সার্ভারটিতে FTP কনফিগার করলাম সে মেশিনটিতে ftp এর মাধ্যমে লগইন করা যায় কি না। এজন্য আমরা ক্লায়েন্ট মেশিন থেকে নিচের কমান্ড দিব।
# ftp 192.168.10.1 (ধরি, আমাদের সার্ভারের আই.পি 192.168.10.1) এজন্য ক্লায়েন্ট মেশিনটিতে ftp প্যাকেজটি ইন্সটল করা থাকতে হবে।
ডিফল্ট ইউজার ftp / anonymous এবং কোনো পাসওয়ার্ড নাই। লগইন করার পর নিচের স্ক্রীনটি প্রদর্শিত হবে।
যেহেতু আমরা কেবল vsftpd সার্ভিসটি শুধু ইন্সটল করেছি কিন্তু এখনো কনফিগারেশন ফাইলটি পরিবর্তন করি নাই, তাই ডিফল্ট কনফিগারেশনটিই কাজ করছে।
এখন আমরা vsftpd এর কনফিগারেশন ফাইল ওপেন করবো এবং নিচের মতো করে ফাইলটিতে লাইনগুলো পরিবর্তন করবো
# vi /etc/vsftpd/vsftpd.conf
# Example config file /etc/vsftpd/vsftpd.conf # # The default compiled in settings are fairly paranoid. This sample file # loosens things up a bit, to make the ftp daemon more usable. # Please see vsftpd.conf.5 for all compiled in defaults. # # READ THIS: This example file is NOT an exhaustive list of vsftpd options. # Please read the vsftpd.conf.5 manual page to get a full idea of vsftpd's # capabilities. # # Allow anonymous FTP? (Beware - allowed by default if you comment this out). anonymous_enable=YES # # Uncomment this to allow local users to log in. local_enable=YES # # Uncomment this to enable any form of FTP write command. write_enable=YES # # Default umask for local users is 077. You may wish to change this to 022, # if your users expect that (022 is used by most other ftpd's) local_umask=022 # # Uncomment this to allow the anonymous FTP user to upload files. This only # has an effect if the above global write enable is activated. Also, you will # obviously need to create a directory writable by the FTP user. anon_upload_enable=YES # # Uncomment this if you want the anonymous FTP user to be able to create # new directories. anon_mkdir_write_enable=YES # # Activate directory messages - messages given to remote users when they # go into a certain directory. dirmessage_enable=YES # # Activate logging of uploads/downloads. xferlog_enable=YES # # Make sure PORT transfer connections originate from port 20 (ftp-data). connect_from_port_20=YES # # If you want, you can arrange for uploaded anonymous files to be owned by # a different user. Note! Using "root" for uploaded files is not # recommended! chown_uploads=YES chown_username=naser # # You may override where the log file goes if you like. The default is shown # below. #xferlog_file=/var/log/vsftpd.log # # If you want, you can have your log file in standard ftpd xferlog format. # Note that the default log file location is /var/log/xferlog in this case. xferlog_std_format=YES # # You may change the default value for timing out an idle session. #idle_session_timeout=600 # # You may change the default value for timing out a data connection. #data_connection_timeout=120 # # It is recommended that you define on your system a unique user which the # ftp server can use as a totally isolated and unprivileged user. #nopriv_user=ftpsecure # # Enable this and the server will recognise asynchronous ABOR requests. Not # recommended for security (the code is non-trivial). Not enabling it, # however, may confuse older FTP clients. #async_abor_enable=YES # # By default the server will pretend to allow ASCII mode but in fact ignore # the request. Turn on the below options to have the server actually do ASCII # mangling on files when in ASCII mode. # Beware that on some FTP servers, ASCII support allows a denial of service # attack (DoS) via the command "SIZE /big/file" in ASCII mode. vsftpd # predicted this attack and has always been safe, reporting the size of the # raw file. # ASCII mangling is a horrible feature of the protocol. #ascii_upload_enable=YES #ascii_download_enable=YES # # You may fully customise the login banner string: ftpd_banner=Welcome to mnaser's FTP service. # # You may specify a file of disallowed anonymous e-mail addresses. Apparently # useful for combatting certain DoS attacks. #deny_email_enable=YES # (default follows) #banned_email_file=/etc/vsftpd/banned_emails # # You may specify an explicit list of local users to chroot() to their home # directory. If chroot_local_user is YES, then this list becomes a list of # users to NOT chroot(). #chroot_local_user=YES #chroot_list_enable=YES # (default follows) #chroot_list_file=/etc/vsftpd/chroot_list # # You may activate the "-R" option to the builtin ls. This is disabled by # default to avoid remote users being able to cause excessive I/O on large # sites. However, some broken FTP clients such as "ncftp" and "mirror" assume # the presence of the "-R" option, so there is a strong case for enabling it. #ls_recurse_enable=YES # # When "listen" directive is enabled, vsftpd runs in standalone mode and # listens on IPv4 sockets. This directive cannot be used in conjunction # with the listen_ipv6 directive. listen=YES # # This directive enables listening on IPv6 sockets. To listen on IPv4 and IPv6 # sockets, you must run two copies of vsftpd with two configuration files. # Make sure, that one of the listen options is commented !! #listen_ipv6=YES pam_service_name=vsftpd userlist_enable=YES tcp_wrappers=YES
anonymous_enable=YES ডিফল্টভাবে anonymous_enable=YES থাকে। anonymous_enable=NO থাকলে শুধুমাত্র ftp / anonymous ইউজার ছাড়া অন্য কোন ইউজারের মাধ্যমে FTP এ্যাকসেস করা যায় না। ftp / anonymous ইউজার এর ডিফল্ট ডাইরেক্টরী হলো /var/ftp
local_enable=YES ftp / anonymous ইউজার ছাড়া অন্য কোন লোকাল ইউজারের মাধ্যমে FTP এ্যাকসেস করতে হলে local_enable=YES করতে হবে। এজন্য অবশ্যই anonymous_enable=NO থাকতে হবে।
write_enable=YES write_enable=YES থাকলে অন্য কোন লোকাল ইউজারের মাধ্যমে FTP এ্যাকসেস করে ডাইরেক্টরীতে ফাইল আপলোড করা যায়।
anon_upload_enable=YES anon_upload_enable=YES থাকলে ftp / anonymous ইউজারের মাধ্যমে ফাইল আপলোড করা যায়। এজন্য ftp / anonymous ইউজার এর ডিফল্ট ডাইরেক্টরী /var/ftp তে একটি ডাইরেক্টরী তৈরী করে FTP ইউজারকে ঐ ডাইরেক্টরীর Ownership এবং Group Permission দিতে হবে এবং অবশ্যই write_enable=YES থাকতে হবে। ftp / anonymous ইউজারের মাধ্যমে আপলোড করা ফাইলের Ownership এবং Group Permission থাকবে FTP ইউজারের।
anon_mkdir_write_enable=YESanon_mkdir_write_enable=YES থাকলে ftp / anonymous ইউজার তার ডাইরেক্টরীতে আপলোড করার পাশাপাশি নতুন ডাইরেক্টরী বা ফাইল তৈরী করতে পারবে।
chown_uploads=YES chown_username=naserchown_uploads=YES এবং chown_username=naser থাকলে ftp / anonymous ইউজারের মাধ্যমে আপলোড করা ফাইলের Ownership থাকবে naser ইউজারের।
ftpd_banner=Welcome to mnaser's FTP service.এর অর্থ হলো সাকসেসফুল FTP লগইনের পর স্ক্রীনে Welcome to mnaser's FTP service. লেখা ব্যানারটি প্রদর্শিত হবে।
আমরা যখনই কনফিগারেশন ফাইলটি পরিবর্তন করবো তখনই vsftpd সার্ভিস রিষ্টার্ট দিব।
# service vsftpd restart
FTP Server কনফিগার করা শেষ হলে নেটওয়ার্কের যে কোনো কম্পিউটার থেকে Web browser বা FileZilla FTP Client এর মাধ্যমে FTP Server এ এ্যাকসেস করা যাবে।
আশাকরি এই টিউটোরিয়ালটি দেখে আপনারা নিজে নিজেই এখন FTP Server কনফিগার করতে পারবেন। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।