This site is best viewed using the updated version of Mozilla Firefox


রেড হ্যাট লিনাক্স : PHP, MySql, phpMyAdmin Configuration

আজকের টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে রেড হ্যাট লিনাক্সে PHP, MySql ও phpMyAdmin সেটআপ করতে হয়।

Installing PHP

PHP মূলত একটি সার্ভার সাইড স্ক্রীপ্টিং ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে ডায়নামিক ওয়েব সাইট তৈরী করা হয়। আমরা ইতিমধ্যে যে HTTP Web Server কনফিগার করেছি তার মধ্যে যে ওয়েবপেজ রান করেছিলাম সেটি ছিল HTML দিয়ে তৈরী করা। কিন্তু কেউ যদি PHP দিয়ে তৈরী কোন ওয়েবপেজ রান করাতে চান তাহলে সার্ভারে অবশ্যই PHP সাপোর্ট থাকতে হবে। অর্থাৎ সার্ভারে PHP এর প্যাকেজসমূহ ইন্সটল করা থাকতে হবে। এ কাজটি করা খুবই সহজ। আমরা ইতিমধ্যে যে Yum Server কনফিগার করেছি তার মধ্যেই PHP এর প্যাকেজসমূহ রয়েছে। তাই আমরা সহজেই নিচের কমান্ডের মাধ্যমে PHP ইন্সটল করতে পারি।

# yum install php* -y

এতে করে আমাদের সার্ভারে PHP এর প্রয়োজনীয় প্যাকেজসমূহ ইন্সটল হয়ে যাবে। PHP কনফিগারেশন সংক্রান্ত তেমন কোন ঝামেলা নেই তাই আপাতত আমাদের কাজ শেষ। আমাদের সার্ভারে PHP ঠিক মতো কাজ করছে কি না তা দেখার জন্য /var/www/html ডাইরেক্টরীর মধ্যে index.php নামে একটি ফাইল তৈরী করবো এবং তার মধ্যে নিচের মতো করে লাইনগুলো লিখবো। এজন্য আমাদের সার্ভারে অবশ্যই HTTP Web Server কনফিগার করা থাকতে হবে।

# cd /var/www/html
# vi index.php

<?
phpinfo();
?>

অতঃপর ফাইলটি সেভ করে httpd সার্ভিসটি রিস্টার্ট দিব।
# service httpd restart

তারপর ব্রাউজারে গিয়ে আমাদের সার্ভারের আই.পি লিখে এন্টার প্রেস করবো। যদি PHP এর তথ্যসংক্রান্ত কোন পেজ দেখা যায় তাহলে বুঝবো আমাদের সার্ভারে PHP ঠিকভাবে কাজ করছে।

Installing MySQL

MySQL হলো একটি ডাটাবেজ সার্ভার যা বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে। যদিও আরো কিছু এডভান্স লেভেলের ডাটাবেজ সার্ভার রয়েছে তারপরও MySQL এর চাহিদা এখনো আছে। আমরা Yum এর মাধ্যমে খুব সহজে MySQL এর প্যাকেজসমূহ ইন্সটল করে নিতে পারি।

# yum install mysql* -y

অতঃপর আমরা mysqld সার্ভিসটি রিস্টার্ট দিব।
# /etc/init.d/mysqld start
# chkconfig mysqld on


MySQL initial configuration with root password setup

MySQL সার্ভার ইন্সটল করার পর আমাদের কিছু ইনিশিয়াল কনফিগারেশন করে নিতে হবে। এর প্রথমটি হলো root ইউজারের পাসওয়ার্ড সেট করা। বাই ডিফল্ট কোন পাসওয়ার্ড থাকে না। এজন্য আমরা নিচের কমান্ডটি দিব।

# /usr/bin/mysql_secure_installation

NOTE: RUNNING ALL PARTS OF THIS SCRIPT IS RECOMMENDED FOR ALL MySQL
SERVERS IN PRODUCTION USE! PLEASE READ EACH STEP CAREFULLY!
In order to log into MySQL to secure it, we'll need the current
password for the root user. If you've just installed MySQL, and
you haven't set the root password yet, the password will be blank,
so you should just press enter here.

Enter current password for root (enter for none): ## Press Enter ##
OK, successfully used password, moving on...
Setting the root password ensures that nobody can log into the MySQL
root user without the proper authorisation.

Set root password? [Y/n] ## Press Enter ##
New password: ## Enter new password ##
Re-enter new password: ## Re-enter new password ##
Password updated successfully!
Reloading privilege tables..
... Success!

By default, a MySQL installation has an anonymous user, allowing anyone
to log into MySQL without having to have a user account created for
them. This is intended only for testing, and to make the installation
go a bit smoother. You should remove them before moving into a
production environment.

Remove anonymous users? [Y/n] ## Press Enter ##
... Success!

Normally, root should only be allowed to connect from 'localhost'. This
ensures that someone cannot guess at the root password from the network.

Disallow root login remotely? [Y/n] ## Press Enter ##
... Success!
By default, MySQL comes with a database named 'test' that anyone can
access. This is also intended only for testing, and should be removed
before moving into a production environment.

Remove test database and access to it? [Y/n] ## Press Enter ##
- Dropping test database...
... Success!
- Removing privileges on test database...
... Success!
Reloading the privilege tables will ensure that all changes made so far
will take effect immediately.

Reload privilege tables now? [Y/n] ## Press Enter ##
... Success!

Cleaning up...

All done! If you've completed all of the above steps, your MySQL
installation should now be secure.

Thanks for using MySQL!

MySql Configuration File

MySql এর কনফিগারেশন ফাইলটি হলো /etc/my.cnf । এই ফাইলটির মধ্যে কোন কিছু পরিবর্তন না করাই ভাল। ফাইলের কনটেন্টগুলো চাইলে আমরা নিচের কমান্ডের সাহায্যে দেখতে পারি।
# vi /etc/my.cnf


MySql Administration

# mysql -u root -p // To enter in to MySql administration mode

mysql> SHOW databases; // To see all databases in server
mysql> USE database1; // To see work with a specific database
mysql> SHOW tables; // To see all tables of a database
mysql> DESCRIBE Student; // To see all contents of a table
mysql> SELECT user,host,password from mysql.user; // To see user information
mysql> \q // To quit from administration mode

Change MySQL password

আমরা ইনিশিয়াল কনফিগারেশনের সময় MySql এর root ইউজারের জন্য যে পাসওয়ার্ড সেট করেছিলাম যদি তা পরিবর্তন করতে চাই তাহলে নিচের কমান্ডের মাধ্যমে তা করতে পারি।

# mysqladmin -u root -p’oldpassword’ password ‘newpassword’

আর যদি root ইউজার ব্যতিত অন্য কোন ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই তাহলে নিচের কমান্ডের মাধ্যমে তা করতে হবে।

# mysqladmin -u naser -p oldpassword password newpassword


Recover MySQL root password

ধরুন আমরা MySql এর root ইউজারের পাসওয়ার্ড ভুলে গেছি। তাই পাসওয়ার্ড রিকভারির জন্য আমরা নিচের কমান্ডগুলো দিব।

# service mysqld stop
# mysqld_safe --skip-grant-table &
# mysql -u root

mysql> USE mysql;
mysql> update user set password=PASSWORD(“NEWPASSWORD”) where User=’root’;
mysql> flush privileges;
mysql> \q
# service mysqld restart


MySql এর ভার্সন দেখতে হলে
# mysql --version

আমরা যদি কোন ডাটাবেজের ব্যাকআপ নিতে চাই তাহলে নিচের কমান্ড ব্যবহার করবো। MySql এর ডাটাবেসগুলো থাকে /var/lib/mysql ডাইরেক্টরীতে।
# mysqldump --add-drop-table -u root -p database1 > /tmp/database1-backup.sql

এখানে root ইউজারের অধীনে তৈরী হওয়া database1 নামক একটি ডাটাবেজের ব্যাকআপ নেওয়া হয়েছে /tmp ডাইরেক্টরীর মধ্যে database1-backup.sql নামক ফাইলের মধ্যে।

আমরা চাইলে ব্যাকআপ নেওয়া যেকোন ডাটাবেজ নিচের কমান্ডের মাধ্যমে রি-স্টোর করতে পারি।
# mysql -u root -p database1 < /tmp/database1-backup.sql

Installing phpMyAdmin

আমরা ইতিমধ্যে দেখলাম কিভাবে MySql সার্ভার কনফিগার করতে হয়। কিন্তু MySql সার্ভারে কমান্ড লিখে লিখে ডাটাবেজের কাজ করা অনেকের কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। এ সমস্যার সমাধান হিসেবে আছে একটি বহুল ব্যবহৃত ওয়েব নির্ভর প্রোগ্রাম phpMyAdmin । এই phpMyAdmin প্যাকেজটি আমাদেরকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। phpMyAdmin এর জন্য RPM প্যাকেজ রয়েছে। কিন্তু RPM প্যাকেজের ডিপেন্ডেন্সি সংক্রান্ত কিছু ঝামেলা আছে তাই আমি phpMyAdmin এর একটি কম্প্রেসড ফাইল ডাউনলোড করে নিয়েছি। এই ফাইলটি হলো phpMyAdmin-3.5.8.1-english.tar.gz

প্রথমেই আমরা ফাইলটি /var/www/html ডাইরেক্টরীর মধ্যে কপি করবো। তারপর /var/www/html ডাইরেক্টরীর মধ্যে ঢুকে ফাইলটি ডিকম্প্রেস করবো।

# cd /var/www/html
# gunzip phpMyAdmin-3.5.8.1-english.tar.gz

ফাইলটি আবার আন-টার করবো। এতে একটি ডাইরেক্টরী পাওয়া যাবে।
# tar -xvf phpMyAdmin-3.5.8.1-english.tar

এবার ডাইরেক্টরীটি নিচের মতো করে রি-নেম করবো।
# mv phpMyAdmin-3.5.8.1-english phpmyadmin

এবং httpd সার্ভিসটি রিস্টার্ট দিব।
# service httpd restart

এবার ব্রাউজারে গিয়ে লিখবো http://192.168.10.2/phpmyadmin এবং এন্টার প্রেস করবো। এতে phpmyadmin এর লগইন পেজ আসবে। আমরা নির্দিষ্ট ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে তাতে লগইন করবো। এখন এই phpmyadmin এর মাধ্যমে আমরা গ্রাফিক্যাল মুডে ডাটাবেজের কাজ করতে পারবো।


আশাকরি এই টিউটোরিয়ালটি দেখে আপনারা নিজে নিজেই এখন কাজগুলো করতে পারবেন। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।


   




এই টিউটোরিয়াল সাইটের যেকোন টিউটোরিয়ালে যেকোন ধরণের ভূল-ভ্রান্তি যদি আপনাদের দৃষ্টিগোচর হয় তাহলে দয়া করে আমাকে জানাবেন, আমি ভূল সংশোধন করে নিব। এই টিউটোরিয়াল সাইটটি যেহেতু আমি একক প্রচেষ্ঠায় পরিচালনা করছি, তাই ভূল-ভ্রান্তি হতে পারে। এজন্য আপনাদের সহায়তা কামনা করছি। যেকোন কিছু নোটিশ করার জন্য আমাকে ই-মেইল করতে পারেন। আমার ই-মেইল আই.ডি হলো mail.naserbd@yahoo.com । এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ পেজেও পোষ্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ পেজের লিংকটি হলো mn-LAB

আপনাদের সহযোগীতার জন্য সবাইকে অগ্রীম ধন্যবাদ।